https://muhammadpublication.com/

১. গ্রাহক আমাদের ওয়েবসাইটে কেনাকাটার ক্ষেত্রে দুভাবে মূল্য পরিশোধ করতে পারেন :

ক. ক্যাশ অন ডেলিভারি (বই হাতে পেয়ে মূল্য পরিশোধ)

খ. অগ্রিম অনলাইন মাধ্যমে মূল্য পরিশোধ

২. অর্ডার করার সময় পেমেন্ট মেথড হিসেবে ক্যাশ অন ডেলিভারি অপশন সিরেক্ট করুন এবং অর্ডার প্রদান করুন। অতঃপর ডেলিভারি গ্রহণের সময় গার্ডিয়ান থেকে সরবরাহকৃত চালান/ইনভয়েস-এ উল্লিখিত মূল্য ডেলিভারি এজেন্টকে প্রদান করে পণ্য বুঝে নিন। 

৩. অনলাইন পেমেন্টের জন্য অর্ডার করার সময় পেমেন্ট মেথড হিসেবে sslcommerz বা অন্য কোনো মোবাইল ব্যাংকিং অপশন সিলেক্ট করুন। অতঃপর অর্ডার কনফার্ম বাটনে ক্লিক করে পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করে পেমেন্ট সম্পন্ন করুন। 

৪. অনলাইন পেমেন্টের ক্ষেত্রে টেকনিক্যাল ত্রুটির কারণে বেশি টাকা কর্তিত হলে আমাদের মূল্য ফেরতনীতি (Refund Policy) অনুযায়ী যথাযথ প্রমাণ প্রদানপূর্বক অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে।